বাসস
  ০৯ মার্চ ২০২৫, ১৬:৪৬

রাউজানে ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে স্কুলছাত্রের মৃত্যু

চট্টগ্রামের রাউজান উপজেলায় আগুনের তাপ ও ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে মোহাম্মদ ফয়সাল নামে এক স্কুলছাত্রের মৃত্যু। ছবি: বাসস 

চট্টগ্রাম, ৯ মার্চ, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের রাউজান উপজেলায় আগুনের তাপ ও ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে মোহাম্মদ ফয়সাল নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (৯ মার্চ) দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার (৮ মার্চ) দিবাগত রাত দেড়টায় ডাবুয়া ইউনিয়নের পশ্চিম ডাবুয়া গ্রামের গণি হাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।

ফয়সাল রাউজান সদরের বি আর সি আইডিয়াল কিন্ডার গার্টেনের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র এবং ওই এলাকার প্রবাসী রহমত উল্লাহ কাদেরের ছেলে।

স্থানীয়রা জানান, রান্নাঘরের চুলা থেকে মো. মুসা, মো. ইউসুফ ও মো. ইদ্রিস মিয়ার বসতঘরে আগুন লাগে। এসময় পাশের পাকা দ্বিতল ভবনে আগুনের তাপ ও ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে ঘুমন্ত ফয়সাল অসুস্থ হয়। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাউজান ফায়ার সার্ভিসের ইনচার্জ সামশুল আলম বলেন, ‘খবর পেয়ে আমাদের দুটি ইউনিট রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ৩টা ৫০ মিনিটে আগুন নির্বাপণ সম্পন্ন হয়। এতে তিনটি আধা পাকা ঘর আগুনে পুড়ে যায়। আগুনের তাপ ও ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে পাশের দ্বিতল পাকা ভবনের ঘুমন্ত এক ছেলে অসুস্থ হয়ে পড়ে। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

চমেক হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ‘রাউজানে অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর আহত এক শিশুকে রাতে হাসপাতালে আনা হয়। দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশুটি আগুনের তাপ ও ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে মারা গেছেন বলে চিকিৎসক জানিয়েছেন।’