শিরোনাম
চাঁদপুর, ৭ মার্চ, ২০২৫ (বাসস): জেলায় পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ৮ জেলেকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় তাদের কাছ থেকে পাঁচহাজার মিটার কারেন্ট জাল, ২টি নৌকা ও পাঁচকেজি জাটকা মাছ জব্দ করা হয়।
চাঁদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আজ শুক্রবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান এসব তথ্য জানান।
সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুর থেকে দিবাগত রাত পর্যন্ত মেঘনা নদীর মোহনা এলাকায় মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানকালে মেঘনা নদীতে জাটকা ধরা অবস্থায় হাতেনাতে ১১ জেলেকে আটক করা হয়। পরে, রাতেই কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক জেলেদের মধ্যে ৮ জনকে জনপ্রতি তিনহাজার টাকা করে মোট ২৪ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে, তিনজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদেরকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।