বাসস
  ১৫ জানুয়ারি ২০২৬, ১০:১৮

৩ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন কলম্বিয়ার প্রেসিডেন্ট

ঢাকা, ১৫ জানুয়ারি (বাসস): কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ৩ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। 

বুধবার তিনি এ ঘোষণা দেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

টেলিভিশনে সম্প্রচারিত মন্ত্রিসভার বৈঠকে পেত্রো বলেন, কূটনৈতিক উত্তেজনা ও লাতিন আমেরিকায় ওয়াশিংটনের সামরিক অভিযানের বিষয়গুলো ওই বৈঠকে আলোচনায় আসবে।

প্রেসিডেন্ট পেত্রো আরও বলেন, ‘ওই বৈঠকের ফলাফল কী হয়, তা আমরা দেখব।’

দুই দেশের মধ্যকার সাম্প্রতিক কূটনৈতিক সম্পর্ক ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।