বাসস
  ০৭ মার্চ ২০২৫, ১৬:২৬
আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১৬:৩৩

মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর ভস্মীভূত

মুন্সীগঞ্জে আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। ছবি: বাসস

মুন্সীগঞ্জ, ৭ মার্চ, ২০২৫ (বাসস): জেলার লৌহজং উপজেলার উত্তর কাজির পাগলা গ্রামে অগ্নিকাণ্ডে চারটি বসতঘর ও আসবাবপত্র ভস্মীভূত হয়েছে। 

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টায় মেদেনী মণ্ডল ইউনিয়নের উত্তর কাজীর পাগলা গ্রামের আব্দুর রব মাস্টারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ইউছুপ জামানের একটি, মাহবুব আলমের একটি, মাহফুজ  আলমের একটি ও আ. রহিমের একটি টিনের ঘর পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে যায়। 

লৌহজং ফায়ার সার্ভিসের স্ট্রেশন অফিসার মো. সুমন আলী জানান, ইউছুপ জামানের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।