বাসস
  ০৪ মার্চ ২০২৫, ১৩:৫০

টাঙ্গাইলে গ্রাম আদালত কার্যক্রম বিষয়ক সমন্বয় সভা 

বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

টাঙ্গাইল, ৪ মার্চ, ২০২৫ (বাসস) : জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন  ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এ অর্ধ-বার্ষিক সমন্বয় সভার আয়োজন করে।

জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. শিহাব রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ম্যানেজার ও জেলার সকল উপজেলা সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন।