শিরোনাম
মুন্সীগঞ্জ, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের লৌহজং উপজেলার পদ্মাসেতু উত্তর থানার সামনে সড়ক দুর্ঘটনায় বাসচালক হাফিজুর রহমান (৪০) নিহত হয়েছে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, আজ শুক্রবার ভোরে পদ্মাসেতুর ওজন স্টেশনের সামনে মালবাহী একটি ট্রাক যান্ত্রিক ত্রুটি সাড়াতে রাস্তার উপরে দাঁড়িয়ে ছিল। এ সময় পিছন থেকে অন্য একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই মেরামত করতে থাকা ট্রাকচালক হাফিজুর রহমান মারা যায় এবং হেলপার আবুল কালাম আহত হয়। তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
নিহত হাফিজুর রহমানের বাড়ি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার বাগড়া গ্রামে।
পদ্মাসেতুর উত্তর থানার ওসি মো. জাকির হোসেন জানান, দুটি ট্রাকের সংর্ঘষে ট্রাকচালক হাফিজুর নিহত হয়েছে। লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছি।