শিরোনাম
ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তির বিকাশে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের এবং স্ব-শিক্ষিত বিজ্ঞানীদের নিয়ে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) আয়োজিত তিন দিনব্যাপি ‘বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা-২০২৫’ শুরু হয়েছে।
আজ সকালে পরিষদের ধানমন্ডি ক্যাম্পাসে এই বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা শুরু হয়।
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান ড. সামিনা আহমেদের সভাপতিত্বে ক্ষুদে বিজ্ঞানীদের এই মিলনমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী আনোয়ার হোসেন।
তিন দিনব্যাপি (২৪-২৬ ফেব্রুয়ারি) আয়োজিত এই ক্ষুদে বিজ্ঞান মেলায় বিভিন্ন গ্রুপ ও প্রতিষ্ঠানের ৬৮টি বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শিত হচ্ছে। যেখানে অংশগ্রহণ করছেন প্রায় ২৫০ ক্ষুদে বিজ্ঞানী।