বাসস
  ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২৪

আওয়ামী লীগ নিষিদ্ধ করতে রাজনৈতিক শক্তিসমূহকে ঐক্যমতে পৌঁছার আহ্বান জুলাই মঞ্চের

গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে টানা সপ্তম দিনের মত শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে জুলাই মঞ্চ। ছবি: সংগৃহীত

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : গণহত্যাকারীদের গ্রেফতার ও আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক শক্তিসমূহকে ঐক্যমতে পৌঁছার আহ্বান জানিয়েছে জুলাই মঞ্চ।

গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে টানা সপ্তম দিনের মত শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে জুলাই মঞ্চ।

মঞ্চের প্রতিনিধি সাকিব হোসেন বলেন, 'জুলাই বিপ্লবে বর্বরতম গণহত্যা চালানোর পরেও রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচারের ক্ষেত্রে জোরালো কোন ভূমিকা আমরা লক্ষ্য করছি না। অথচ, বিগত আওয়ামী দু:শাসনামলে সব চেয়ে নির্যাতিত হয়েছে তৎকালীন বিরোধী রাজনৈতিক শক্তিগুলো।'

মঞ্চের প্রতিনিধি থোয়াই চিং বলেন, গত কয়েকদিন ধরে বাংলাদেশে যে অরাজক পরিস্থিতি চলমান রয়েছে এটির পেছনে একমাত্র দায়ী ফ্যাসিবাদী শক্তির ইন্ধন।

মঞ্চের প্রতিনিধি শাকিল মিয়া বলেন, অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে সকল অনৈক্য দূর করে দল-মত নির্বিশেষে সকলে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে আওয়াজ তুলুন। দেশকে স্থিতিশীল করতে চাইলে এর বিকল্প নেই। ফ্যাসিবাদীদের বিচার না করলে এবং গণহত্যাকারী দল আওয়ামী লীগ নিষিদ্ধ করা নাহলে বাংলাদেশের জনগণের নাগরিক নিরাপত্তা পূর্বের মতই হুমকিতে থাকবে।

কারণ, ফ্যাসিবাদী শক্তির রাজনীতিই হলো নাগরিকের জান ও মালের নিরাপত্তাকে হুমকিতে ফেলা।