শিরোনাম
ঢাকা, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : কর্মক্ষেত্রে অনুকূল পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সচিবালয়ে অবাঞ্ছিত ব্যক্তিদের প্রবেশ রোধ ও যানবাহন নিয়ন্ত্রণে সরকার ‘বাংলাদেশ সচিবালয় প্রবেশ নীতিমালা, ২০২৫’ প্রণয়ন করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গণি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বর্তমান বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে, পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার পর ‘বাংলাদেশ সচিবালয় প্রবেশ নীতিমালা, ২০২৫’ জারি করা হয়েছে।’
‘বাংলাদেশ সচিবালয় প্রবেশ নীতিমালা, ২০১৪’ অনুসারে, সরকার সচিবালয়ে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এবং সচিবালয়ে অবাঞ্ছিত বা অপ্রয়োজনীয় ব্যক্তিদের প্রবেশ রোধ করে ও যানবাহন নিয়ন্ত্রণ করে একটি কার্যকর পরিবেশ বজায় রাখার স্বার্থে নীতিমালাটি প্রণয়ন করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সচিবালয় দেশের প্রশাসনিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু এবং সরকারের বেশিরভাগ মন্ত্রণালয়/বিভাগ সচিবালয়ের ভেতরে অবস্থিত। দেশ ও জাতির সার্বিক কল্যাণের জন্য নীতিমালা ও পরিকল্পনা প্রণয়ন এবং উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের জন্য এই সকল মন্ত্রণালয়/বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলকে এই নীতিমালা যথাযথভাবে অনুসরণ করার জন্য অনুরোধ করেছেন।
নীতিমালা অনুযায়ী একটি সচিবালয় প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ও নিরাপত্তা কমিটি গঠন করা হবে। যার মধ্যে থাকবেন- অতিরিক্ত সচিব/যুগ্মসচিব (নিরাপত্তা বিভাগ), স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যুগ্মসচিব/উপসচিব (নিরাপত্তা শাখা), স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যুগ্মসচিব/উপসচিব (প্রশাসন বিভাগ), স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যুগ্মসচিব/উপসচিব (রাজনৈতিক শাখা), স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যুগ্মসচিব/উপসচিব (পুলিশ শাখা-১), স্বরাষ্ট্র মন্ত্রণালয়, উপ-পুলিশ কমিশনার (সচিবালয় নিরাপত্তা) এবং উপ-সচিব/সিনিয়র সহকারী সচিব, সচিবালয় নিরাপত্তা শাখা।