বাসস
  ২২ এপ্রিল ২০২৪, ২০:৪৭

আনু মুহাম্মদের চিকিৎসায় প্রধানমন্ত্রী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন: স্বাস্থ্যমন্ত্রী 

ঢাকা, ২২ এপ্রিল, ২০২৪ (বাসস) : স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক এবং তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদের চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সামন্ত লাল সেন আজ সোমবার দুপুরের দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অধ্যাপক আনু মুহাম্মদকে দেখে আসার পর সাংবাদিকদের সাথে আলাপ কালে এ কথা জানান।
সামন্ত লাল সেন বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে ফোন করেছিলেন, আনু মুহাম্মদের বিষয়ে খোঁজ নিয়েছেন। আমি বিস্তারিত বর্ণনা দিয়েছি। প্রধানমন্ত্রী আমাকে উনার চিকিৎসার বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।’
তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে অবহিত করেছি, আমাদের মেডিকেল বোর্ড হবে। যা সিদ্ধান্ত হবে আমরা উনাকে (প্রধানমন্ত্রী) জানাব।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আনু মোহাম্মদ যেন ওনার কর্মক্ষেত্রে ফিরে যেতে পারেন। সেজন্য যা যা করার, আমরা করব। আমরা কিছু পরীক্ষা করব, দ্রুত এবং পরিকল্পনা করে খুব দ্রুত অপারেশন করার ব্যবস্থা নেব।’
উল্লেখ্য, ২১ এপ্রিল রোববার বেলা ১১টার দিকে ট্রেন থেকে নামতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে যান আনু মুহাম্মদ। পা পিছলে পড়লে তার দুই পা ট্রেনের চাকার নিচে চলে যায়।
এরপর তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, আনু মুহাম্মদের বাম পায়ের সবকটি আঙুল কেটে ফেলা হয়েছে এবং তার ডান পায়ের বুড়ো আঙুল ক্ষতিগ্রস্থ হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়