বাসস
  ১০ এপ্রিল ২০২৪, ১৬:৪২
আপডেট  : ১০ এপ্রিল ২০২৪, ১৬:৪৯

নড়াইলে দু'টি বাসের মুখোমুখি সংঘর্ষে ১ চালক নিহত, অপর চালকসহ আহত ১৫

নড়াইল, ১০ এপ্রিল, ২০২৪ (বাসস): নড়াইল-যশোর সড়কের সদর উপজেলার দুর্বাজুড়ি এলাকায় দু'টি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হলে জাফর বিশ্বাস (৫০) নামে এক চালক নিহত হয়েছেন।
নিহত চালক জাফর যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া গ্রামের বাসিন্দা। তিনি নড়াইল-যশোর সড়কের বন্ধু কল্যাণ পরিবহনের চালক। এ ঘটনায় উভয় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী লিটন ট্রাভেলস এবং যশোর থেকে নড়াইলগামী লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় দু'টি বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ দূর্ঘনায় লিটন ট্রাভেলস এর চালক মাহবুব হোসেন (৪৫), নড়াইল সদর হাসপাতালের নার্স রোমেছা খানম (৪০), লোকাল বাসের চালকের সহকারি মুন্না শেখসহ (১৯), কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী তরিকুল ইসলাম জানান, যশোর থেকে নড়াইলের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি লোকাল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা লিটন ট্রাভেলস নামে  পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে দুটি গাড়ি দুমড়ে মুচড়ে যায়।  
নড়াইল সদর থানার ওসি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।বাস দু'টি জব্দ করা হয়েছে।এ ঘটনায়  থানায় মামলা দায়ের হয়েছে।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়