বাসস
  ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫৯

শাবিপ্রবি'র অর্থনীতি বিভাগের ২ দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠিত

সিলেট, ২৩ ফেব্রুয়ারি ২০২৪ (বাসস) : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২ দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন ডি’এর সামনে বেলুন ও পায়রা উড়িয়ে এর উদ্বোধন করেন শাবিপ্রবি'র উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। আজ শুক্রবার ও আগামীকাল শনিবার দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মাধ্যমে পুনর্মিলনী অনুষ্ঠান হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক জহির উদ্দিন আহমেদ, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ উদ্দিন খুশবু, সদস্য সচিব অধ্যাপক মাহবুবুল হাকিম, আহ্বায়ক সুরঞ্জিত ভূষণ দাস রায় প্রমুখ। উদ্বোধন পরবর্তী শোভাযাত্রা হয়। এতে বিভাগটির শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এদিকে, শনিবার সমাপনী অনুষ্ঠানে কনসার্ট হবে। সেখানে ‘ভয়েজ অব মাইলস’ গান মঞ্চস্থ করবেন। এসময় প্রধান অতিথি হিসেবে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
এদিকে এই পুনর্মিলনীকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, এককিলো রোড়, গোলচত্বর, ডি-বিল্ডিং কেন্দ্রীয় মিলনায়তন ও বিভিন্ন সড়কে মরিচ বাতি, রংবেরংয়ের ছাতা, ল্যাম্প লাইট ইত্যাদি দিয়ে সজ্জিত করা হয়েছে। এই মিলনমেলাকে কেন্দ্র করে ক্যাম্পাসে যেন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
প্রসঙ্গত, বর্তমানে বিভাগটির ১১জন শিক্ষক বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন। মেধার স্বাক্ষর হিসেবে এ বিভাগের শিক্ষার্থীবৃন্দ প্রধানমন্ত্রী স্বর্ণপদক, ইউজিসি অ্যাওয়ার্ডসহ উচ্চ শিক্ষায় বৃত্তি নিয়ে দেশের বাইরের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চতর ডিগ্রি সম্পন্ন করছেন। এর মধ্যে পুনর্মিলনী অনুষ্ঠানে বিভাগটির প্রাক্তন ২ হাজার শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন বলে জানিয়েছেন পুণর্মিলনী আয়োজকরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়