বাসস
  ২৭ অক্টোবর ২০২৩, ২০:২০

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া, ২৭ অক্টোবর ২০২৩ (বাসস): জেলার নাসিরনগর উপজেলায় আজ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সাড়ে ৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে উন্নতমানের বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে। 
আজ শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৩-২০২৪ অর্থ বছরে রবি মৌসুমে সরিষা, গম, ভুট্টা, সূর্যমূখী, পেয়াঁজ, মসুর, ও চিনাবাদাম, খেসারি ও মসুর ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার অংশ হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ  করা হয়।
এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে সার ও বীজ তুলে দেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য বি. এম. ফরহাদ হোসেন সংগ্রাম।
উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসিম কুমার পাল ও সাধারণ সম্পাদক লতিফ হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আল মামুন। 
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার ১৩টি ইউনিয়নের ছয়হাজার ৪৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে জনপ্রতি এককেজি গম বীজ, এককেজি ভুট্টা বীজ, এককেজি সরিষা বীজ, এককেজি চিনাবাদাম বীজ, এককেজি পেঁয়াজ বীজ, এককেজি খেসারি ও মসুর বীজ, ১০ কেজি, ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়