বাসস
  ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৪৩

বিএনপি ক্ষমতায় এলে সবার মতামতের ভিত্তিতেই দেশকে গড়ে তুলবে: শামা ওবায়েদ

ছবি : বাসস

ফরিদপুর, ৩১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ফরিদপুর-২ আসনের বিএনপি'র সংসদ সদস্য প্রার্থী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে সবার মতামতের ভিত্তিতেই দেশকে গড়ে তুলবে।

তিনি বলেন, তরুণদের সকল প্রশ্ন এবং প্রত্যাশার বিষয় বিএনপির ৩১ দফার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। 

ফরিদপুরের নগরকান্দায় তরুণদের মুখোমুখি হয়ে নানা প্রশ্নের জবাবে শামা ওবায়েদ এসব কথা বলেন। তিনি এসময় উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন। 

শনিবার বিকেলে তিনি নগরকান্দা উপজেলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। তরুণরা বিভিন্ন ধরনের সমস্যা তুলে ধরেন এবং সালথা ও নগরকান্দা উপজেলার উন্নয়নের ব্যাপারে প্রতিশ্রুতি প্রত্যাশা করেন। এসময় তিনি তরুণদের নানা প্রশ্নের উত্তর দেন। তিনি নির্বাচিত হলে সালথা ও নগরকান্দা উপজেলার শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতির উন্নয়নে প্রতিশ্রুতি দেন।