বাসস
  ৩১ জানুয়ারি ২০২৬, ২৩:৩৩

সরকারি কর্মকর্তাদের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হবে : আসিফ

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। ছবি : সংগৃহীত

টাঙ্গাইল, ৩১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, তার দল ক্ষমতায় এলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘হিসাব দাও’ শীর্ষক একটি ওয়েবসাইটের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করবে।

তিনি বলেন, আমরা সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আয়-ব্যয়ের বিস্তারিত তথ্য জনগণের সামনে ‘হিসাব দাও’ ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করব, ইনশাআল্লাহ। আজ বিকেলে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পাইলট হাই স্কুল মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ ২০০৯ সালের বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে শাপলা চত্বর এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে সকল শহীদের ন্যায়বিচার নিশ্চিত করার অঙ্গীকারও করেন। নিজের দায়িত্ব পালনের কথা উল্লেখ করে তিনি বলেন, উপদেষ্টার পদ থেকে সরে আসার সময় তিনি সরকারি বাড়ি ও জিনিসপত্র ফেরত দিয়েছেন, যা জবাবদিহিতার প্রতি তার অঙ্গীকারকে তুলে ধরে।

তিনি বলেন, সাইফুল্লাহ হায়দার এবং এলাকার বাসিন্দাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে স্থানীয় উন্নয়নের জন্য ৩ কোটি ৪০ লাখ টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে সড়ক অবকাঠামো। তিনি আরও বলেন, আপনারা যদি তাকে নির্বাচিত করেন, তাহলে তিনি আপনার জন্য আরও বেশি কাজ করতে সক্ষম হবেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশ তিন দিক থেকে একটি দেশ দ্বারা পরিবেষ্টিত এবং সে কারণে সম্মানজনক প্রতিবেশী সম্পর্ক প্রত্যাশা করে।

তিনি বলেন, ১১-দলীয় জোট সরকার গঠন করলে সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে যুবকদের সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা এবং প্রশিক্ষণার্থীর সংখ্যা দ্বিগুণ করা হবে।

তিনি ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসন প্রচেষ্টার সমালোচনা করে সতর্ক করে বলেন, যদি এই ধরনের শক্তি ক্ষমতায় ফিরে আসে তাহলে জনগণ আবারও দমন-পীড়নের মুখোমুখি হবে।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী সাইফুল্লাহ হায়দার বলেন, তার কর্মী বা আত্মীয়স্বজন যদি চাঁদাবাজিতে জড়িত থাকেন তাহলে তিনি একটি ভোটও চাইবেন না।

তিনি অভিযোগ করেন, গত ১৭ মাস ধরে ঘাটাইলের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি চলেছে এবং তিনি চাঁদাবাজি, ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার করেন।

তিনি পরিবেশবান্ধব শিল্পায়ন, পাহাড়ে ২৫ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ, অভিযোগ গ্রহণের জন্য প্রতিটি ওয়ার্ডে ‘দুর্নীতি বাক্স’ স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে বলেন সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি তার সরকারি বেতনের বাইরে এক টাকাও নেবেন না।

জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম ভোটকেন্দ্র দখলের চেষ্টার বিরুদ্ধে সতর্ক করে ১১ দলীয় জোট জনগণকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার যেকোনো পদক্ষেপ প্রতিহত করবে বলে উল্লেখ করেন।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, টাঙ্গাইল জেলা এনসিপি আহ্বায়ক কামরুজ্জামান বাবুল, বাংলাদেশ খেলাফত মজলিস নেতা মুফতি মাশরুর আহমেদ এবং টাঙ্গাইল জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ হোসনে মোবারক বাবুল।