শিরোনাম

রংপুর, ৩১ জানুয়ারী, ২০২৬ (বাসস) : রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী এটিএম আজহারুল ইসলাম সমাজে ন্যায়বিচার ও ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে একবার তাকে পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন।
‘সমাজে ন্যায়বিচার ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলেই কেবল জনগণের কল্যাণ সাধিত হবে, শনিবার রাতে রংপুরের তারাগঞ্জ উপজেলার তেঁতুলতলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জামায়াত-ই-ইসলামির কেন্দ্রীয় নায়েবে-ই-আমির আজহারুল ইসলাম বলেন, জুলাই বিপ্লবে ছাত্র ও জনগণের ত্যাগ এবং রক্তের বিনিময়ে, দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পর মানুষ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কথা বলার সুযোগ পেয়েছে।
তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে ন্যায্য বিচার পেয়ে আমি মুক্তি পেয়েছি। দেশের এই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বজায় রাখার জন্য আসুন আমরা সবাই মিলে একটি উন্নত, ন্যায়সঙ্গত ও সুষ্ঠু সমাজ ও রাষ্ট্র গড়ে তোলার জন্য কাজ করি,’ ।
তিনি আরো বলেন, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আমাদের দেশের কল্যাণ করতে হবে। এর জন্য উচ্চশিক্ষা অর্জন করে আমাদের অধিকার নিশ্চিত করে এবং স্বাবলম্বী হয়ে কল্যাণের পথে এগিয়ে যেতে হবে।
আজহারুল ইসলাম বলেন, সৎ নেতৃত্ব, দেশপ্রেম এবং উত্তম চরিত্রের মাধ্যমে জনগণকে দেশ গঠনে এগিয়ে যেতে হবে।
স্থানীয় আলমপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ আক্কাস আলী নির্বাচনী সমাবেশে সভাপতিত্ব করেন।