বাসস
  ৩১ জানুয়ারি ২০২৬, ২১:৪২

রংপুর-১ আসনের প্রার্থীরা জনগণের মুখোমুখি হয়ে পরিবর্তনের প্রতিশ্রুতি দিলেন

ছবি : বাসস

রংপুর, ৩১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক রংপুর সিটি) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী পাঁচজন প্রার্থী আজ পিছিয়ে পড়া অঞ্চলকে শান্তি ও অগ্রগতির পথে এগিয়ে নিতে পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন।

গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে তারা এই অঙ্গীকার করেন।

‘একটি রাষ্ট্রের নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই’-এই স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে প্রার্থীদের দায়িত্বের শপথ পাঠ করান সুজন গঙ্গাচড়া উপজেলা সভাপতি অধ্যক্ষ মো. নুরুন্নবী রানা।

প্রার্থীরা জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বৈষম্য ও দুর্নীতিমুক্ত করে রংপুর-১ আসনকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার পরিকল্পনা উপস্থাপন করেন।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. নুরুন্নবী রানা এবং সঞ্চালনা করেন সুজন রংপুর জেলা সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু। বক্তব্য রাখেন সুজন জেলা সাধারণ সম্পাদক নাসিমা আমিন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আখের মিয়া।

বিএনপির প্রার্থী মোকাররম হোসেন সুজন (ধানের শীষ) বলেন, তিনি জয়ী হলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, তিস্তা মাস্টার প্ল্যান বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও এলাকার উন্নয়নে কাজ করবেন।

জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজী (দাঁড়িপাল্লা) বলেন, তিনি নির্বাচিত হলে রংপুর-১ আসনকে পরিকল্পিত ও পরিচ্ছন্ন করবেন, ঘুষ-দুর্নীতি প্রতিরোধ করবেন এবং বেকারমুক্ত অঞ্চল গড়ে তুলবেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এ টি এম গোলাম মুস্তফা (হাতপাখা) বলেন, তিনি ন্যায়বিচারভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা ও হামলা-মামলামুক্ত পরিবেশ নিশ্চিত করবেন।

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর প্রার্থী আহসানুল আরেফিন (কাঁচি) এবং ইসলামিক ফ্রন্টের প্রার্থী মো. আনাস (চেয়ার) বৈষম্যমুক্ত রাষ্ট্র ব্যবস্থা, জবাবদিহিতা, সংস্কার, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে সুজনের জেলা ও উপজেলা কমিটির নেতা, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মী-সমর্থক এবং স্থানীয় ভোটাররা উপস্থিত ছিলেন।