শিরোনাম

ঢাকা, ৩১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণ আগামী ১২ তারিখ সঠিক সিদ্ধান্ত নেবে। আমরা জনগণের ওপর পূর্ণ আস্থা রাখি।
তিনি বলেন, আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতিতে, নিয়ম-কানুন মেনে, সবাই একে-অপরকে সম্মান করে এগিয়ে যাক।
আজ শনিবার কুমিল্লার দাউদকান্দিতে এক নির্বাচনী সমাবেশে দেওয়া বক্তব্যে জামায়াত আমির এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনী প্রচারণাকালে দেশের কিছু এলাকায় আমাদের মা ও বোনদের প্রতি চরম অবমাননাকর আচরণ করা হচ্ছে, যা কোনো সভ্য সমাজে কল্পনাও করা যায় না।
ডা. শফিকুর রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনাদের ঘরেও মা আছেন, বোন আছেন। দয়া করে তাদের সম্মান করতে শিখুন। আল্লাহ আপনাদের সম্মান বাড়িয়ে দেবেন। একই সঙ্গে নারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা চোখে চোখ রেখে বলবেন— এটা আমার অধিকার, এটা আমার দায়িত্ব।’
জামায়াত আমির বলেন, কেউ যদি এই অপকর্ম থেকে সরে না আসে, তবে জনগণ নিরব দর্শক হয়ে বসে থাকবে না।
তবে তিনি স্পষ্ট করে বলেন, জামায়াতে ইসলামী সংঘাত বা বিশৃঙ্খলা চায় না। তিনি বলেন, এই নির্বাচন একটি গণভোটে পুরোনো বন্দোবস্ত ও বৈষম্যের রাজনীতি পরিবর্তন করে সাম্য, ইনসাফ ও মানবিক বাংলাদেশের পক্ষে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার সংস্কার প্রস্তাবের প্রথম ভোট হবে এই নির্বাচন। যারা পরিবর্তন চায়, তারা ভোট দেবে।
আর যারা পুরোনো দমনমূলক ব্যবস্থাই চায়, তারাও তাদের অবস্থান স্পষ্ট করবে।
ডা. শফিকুর রহমান আরো বলেন, জামায়াতে ইসলামী একা নয়, ১১টি দল নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই— যেখানে সব ধর্ম, সব মত ও সব মানুষকে নিয়ে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা হবে।