বাসস
  ৩১ জানুয়ারি ২০২৬, ২০:৫৯

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ হয়নি : মির্জা আব্বাস

ছবি : বাসস

ঢাকা, ৩১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ হয়নি।

তিনি বলেন, ঢাকা-৮ আসনেই মনে হয় শুধু নির্বাচন হচ্ছে। এখানে এমন পরিস্থিতি সৃষ্টি করতে চায় যাতে সারাদেশের নির্বাচন বানচাল হয়। তারা নানাভাবে উসকানি দিচ্ছে। আমি ও নেতাকর্মীরা ধৈর্য ধারণ করছি। 

আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে ধৈর্য ধারণের ক্ষমতা দিয়েছেন।

আজ রাজধানীর নয়াপল্টনের আনন্দ কমিউনিটি সেন্টারে হাব, বায়রা ও অ্যাটাব- এই তিনটি সংগঠনের সঙ্গে এক নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এরপর তিনি ভাসানী গলি থেকে শুরু করে জোনাকী সিনেমা হলের গলি এবং পল্টন থানার উল্টো পাশের গলিতে গণসংযোগ করেন।

ব্যবসায়ীদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, আমাকে শুধু সমর্থন দিলেই হবে না। আমার সমর্থক ও কর্মীদের সবার কাছে যেতে হবে। প্রতিটি ওয়ার্ড ও বাজারে যদি ১০ জন করে ভোটারের সঙ্গে কথা বলেন, তাহলে আমার কাজে লাগবে। শুধু আমার জয়লাভ বড় কথা নয়, সারাদেশে বিএনপিকে জয়ী হতে হবে।

তিনি বলেন, আমরা এখন কেমন আছি? হাসিনা চলে যাওয়ার পর যতটুকু ভালো থাকার কথা ছিল, আমরা সেই ভালো নেই। শুধু পুলিশি অত্যাচার থেকে মুক্তি পেয়েছি।

আর কোথাও ভালো নেই, স্বস্তি নেই। এটি আমাদের দুর্ভাগ্য।

তিনি আরও বলেন, অনেক ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে এ নির্বাচন এসেছে। এটি কোনো দান নয়। মুক্তিযুদ্ধও কোনো দান নয়। অনেকে মনে করে কয়েক দিনের আন্দোলনের ফসল ২০২৪। আসলে ১৭ বছর আমরা আন্দোলন করেছি, অসংখ্য মানুষ শহীদ হয়েছেন, গুম হয়েছেন।

মির্জা আব্বাস বলেন, আমাকে এলাকার মানুষ চেনে। ঢাকা-৮ আসন একটি ব্যবসায়িক এলাকা। এখানকার কোনো ব্যবসায়ী বলতে পারবে না যে স্বার্থের প্রয়োজনে মির্জা আব্বাসকে কেউ এক কাপ চা খাওয়াতে পেরেছে। 

আমাদের দেশটাকে বাঁচাতে হবে। আপনারা সবাই একসাথে কাজ করলে আমি জয়ী হবো, ইনশাআল্লাহ।