বাসস
  ৩১ জানুয়ারি ২০২৬, ১৯:৫২

হত্যাকাণ্ডের বিচার না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে : এহসানুল মাহবুব জুবায়ের

ছবি : বাসস

ঢাকা, ৩১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের শেরপুরে জামায়াত কর্মী হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, অন্যথায় আগামী নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে সন্দেহ তৈরি হবে।

আজ শনিবার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় তিনি নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে শেরপুরে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

এহসানুল মাহবুব জুবায়ের জানান, নির্বাচনী কার্যক্রম শুরু হওয়ার পর থেকে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। ২৯ জানুয়ারি শ্রীবরদী থানার সেক্রেটারি নিহত হয়েছেন। কিন্তু এখনো তাদের হত্যাকাণ্ডে জড়িত কাউকেই গ্রেফতার করা হয়নি।

এছাড়া, জামায়াতে ইসলামীর প্রতিনিধিরা আগামীকাল নির্বাচন কমিশনে গিয়ে শেরপুর হত্যাকাণ্ডসহ অন্যান্য বিষয় নিয়ে স্মারকলিপি জমা দেবেন বলেও জানান তিনি। 

তিনি বলেন, জামায়াত চায় একটি শান্তিপূর্ণ নির্বাচন, যেখানে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।

এ ছাড়া তিনি নির্বাচন কমিশন, প্রশাসন এবং সরকারের প্রতি দাবি জানান, যাতে এ ধরনের সহিংসতা ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

গাইবান্ধা, নোয়াখালী, যশোর, কুষ্টিয়া, সীতাকুণ্ডসহ দেশের বিভিন্ন স্থানে জামায়াত কর্মীদের ওপর হামলা এবং নারী কর্মীদের ওপর সহিংসতার ঘটনারও উল্লেখ করেন তিনি। 

তিনি বলেন, আসন্ন নির্বাচন নিয়ে আমাদের দলের নেতা ডা. শফিকুর রহমান গত দু’দিন ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা সফর করেছেন এবং ঢাকা-১০ আসনের প্রার্থী এডভোকেট জসিমুদ্দিন সরকারের নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন।