বাসস
  ৩১ জানুয়ারি ২০২৬, ১৭:৫৯

বগুড়া থেকে তারেক রহমান ফেরার পথে সড়কে মানুষের ঢল

ছবি : বাসস

বগুড়া, ৩১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : দীর্ঘ প্রায় দুই দশক পর নিজ পৈত্রিক জেলা বগুড়া সফর করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী সফর হলেও তার দুই দিনের কার্যক্রমে ছিল বগুড়ার মানুষের জন্য আত্মিক বন্ধনের গল্প। 

গত ২৯ জানুয়ারি নওগাঁয় নির্বাচনী সভা শেষে বগুড়ার উদ্দেশ্যে রওনা হন বিএনপি চেয়ারম্যান। বগুড়ার আদমদিঘী উপজেলার সান্তাহার হয়ে দুপচাঁচিয়া ও কাহালু উপজেলা দিয়ে বগুড়া শহরে প্রবেশ করেন তারেক রহমান। 

মাত্র ৩৫ কিলোমিটার পথ পাড়ি দিতে তারেক রহমানের সময় লেগেছে ৫ ঘণ্টা। নওগাঁ থেকে সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ রওনা দিয়ে বগুড়ার নির্বাচনী জনসভাস্থল আলতাফুন্নেছা খেলার মাঠে তিনি এসে পৌঁছান রাত সাড়ে ১২টা নাগাদ।

সেদিন সমাবেশস্থলে যেমন লাখ লাখ মানুষ ছিল, সড়কের দুই পাশেও লাখ লাখ মানুষ ছিল। ঘরের ছেলেকে এক নজর দেখার আশায় দাঁড়িয়ে ছিলেন তারা। পরদিন শুক্রবার রংপুর যাওয়ার পথে নিজ হাতে গড়া বগুড়ার বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে নামাজ আদায় করেন তিনি। পরে শিবগঞ্জের দু’টি পথসভায় অংশ নেন তারেক রহমান।

আজ শনিবার তার নিজ নির্বাচনী এলাকা বগুড়া-৬ সদর আসনের বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সুপার ফাইভ নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সিরাজগঞ্জের জনসভার উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান।

এ সময় বগুড়া শহরের নাজ গার্ডেন থেকে শুরু করে শেরপুরের চান্দাইকোনা পর্যন্ত বিএনপি চেয়ারম্যানকে একনজর দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করেন। ঢাকা-রংপুর মহাসড়ক পরিণত হয় জনসমুদ্রে। ভিড় ঠেলে তার গাড়িবহর সামনের দিকে এগিয়ে যেতে অনেক ধকল সহ্য করতে হয়।

বগুড়ার শাজাহানপুরে পথসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, আমি তো ঘরের ছেলে, আজ যেতে দেন দু’দিন পর আবার আসব। শাজাহানপুরে গাড়িবহর থামিয়ে দেওয়া হলে তাৎক্ষণিক এই পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় তারেক রহমান বগুড়া-৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোর্শেদ মিলটনকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এলাকার উন্নয়ন চাইলে ধানের শীষে ভোট দিতে হবে। এলাকার মানুষের সব কাজ করা হবে।