বাসস
  ৩১ জানুয়ারি ২০২৬, ১৭:৫৪

পিরোজপুরে একই মঞ্চে প্রার্থীদের সম্প্রীতির শপথ

জেলায় আজ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুর-১ আসনের প্রার্থীরা সম্প্রীতির শপথ করেছেন। ছবি : বাসস

‎পিরোজপুর, ৩১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় আজ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুর-১ আসনের প্রার্থীরা সম্প্রীতির শপথ করেছেন। 

আজ বেলা ১২ টায় শহরের টাউন ক্লাব চত্বরের স্বাধীনতা মঞ্চে সুশাসনের জন্য নাগরিক (সুজন) -এর পিরোজপুর জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

‎‘একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে এ অনুষ্ঠানে প্রার্থীদের নিয়ে মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদ সাঈদী অংশ নেন । এবারের নির্বাচনে পিরোজপুর- ১ আসনে এ দু’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

‎অনুষ্ঠানে দুই প্রার্থী তাদের রাজনৈতিক অবস্থান, নির্বাচনী অঙ্গীকার ও এলাকার উন্নয়ন ভাবনা তুলে ধরেন। এ সময় উপস্থিত ব্যক্তিরা  প্রার্থীদের কাছে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন এবং প্রার্থীরা সেগুলোর উত্তর দেন। একপর্যায়ে দুই প্রার্থী ও উপস্থিত জনগণ একে অপরের হাত ধরে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের শপথ নেন। 

‎সুজন- পিরোজপুর জেলা কমিটির সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান ও সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহিরুল হক সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।