বাসস
  ৩১ জানুয়ারি ২০২৬, ১৭:৪৭

বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, ততবার দেশ উন্নয়নের জোয়ারে ভেসেছে : তারেক রহমান

বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শনিবার শেরপুর পৌর টার্মিনালে আয়োজিত ধুনট-৫ আসনে ধানের শীষ প্রতীকের নির্বাচনী পথসভায় বক্তব্য দেন। ছবি : বাসস

বগুড়া, ৩১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, ততবার দেশ উন্নয়নের জোয়ারে ভেসেছে।

তিনি বলেছেন, আমি বগুড়ার সন্তান। দীর্ঘ ১৭ বছর পর বগুড়ার মাটিতে এসে আমি গর্বিত ও আনন্দিত। নাড়ির টানের অনুভূতি বলে বোঝানো অসম্ভব। প্রিয় শেরপুর-ধুনটবাসী, বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, ততবারই দেশ উন্নয়নের জোয়ারে ভেসেছে।

উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ শনিবার বেলা ২টায় শেরপুর পৌর টার্মিনালে আয়োজিত ধুনট-৫ আসনে ধানের শীষ প্রতীকের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান আরো বলেন, বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি। তাই আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মনোনীত প্রার্থী গোলাম মো. সিরাজকে বিপুল ভোটে বিজয়ী করে বগুড়ার শক্ত ঘাঁটি হিসেবে দেশবাসীকে জানান দিতে হবে।

পথসভায় ধানের শীষের প্রার্থী গোলাম মো. সিরাজ বলেন, নির্বাচনের পর ইনশাআল্লাহ বিএনপি চেয়ারম্যান দেশপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন। নির্বাচিত হলে চিকিৎসা ব্যবস্থা উন্নীতকরণ, শেরপুরে ফ্লাইওভার নির্মাণ, ধুনটের নদী ভাঙন এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ এবং আইটি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে যুবসমাজকে স্বাবলম্বী করবো। আপনাদের বিপদে-আপদে সব সময় আমাকে পাশে পাবেন।

পথসভায় জেলা ও উপজেলা বিএনপির নেতা-কর্মীসহ বিভিন্ন সহযোগী সংগঠন ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এ পথসভা শেষ করে তারেক রহমান সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হন।