বাসস
  ৩১ জানুয়ারি ২০২৬, ১৬:১৮

১১ দলীয় জোট বিজয়ী হলে সুশাসনের সমাজ গঠন করবে : গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শনিবার চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোটপ্রার্থী মাওলানা বিলাল হোসেন মিয়াজীর নির্বাচনি জনসভায় বক্তব্য দেন। ছবি : বাসস

চাঁদপুর, ৩১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ১১ দলীয় জোট সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হলে, সুশাসনের সমাজ গঠন করা হবে- যেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধসহ সব ধর্মের মানুষ সমান ইনসাফ পূর্ণ অধিকারের মাধ্যমে সুখ, শান্তি ও সমৃদ্ধভাবে বসবাস করতে পারবে।

আজ শনিবার চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোটপ্রার্থী মাওলানা বিলাল হোসেন মিয়াজীর নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার দাড়িপাল্লার সঙ্গে ‘হ্যাঁ’তে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন, আগামী নির্বাচনে জামায়াত দেশ পরিচালনার দায়িত্ব পেলে দলের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে নতুন মানবিক বাংলাদেশ গঠন করা হবে। তাদের মধ্যে কোনো দুর্নীতি বা দলীয়করণের কোনো অভিযোগ নেই। 

নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা শাখার আমির ও জোটের প্রার্থী মাওলানা বিলাল হোসেন মিয়াজীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নোয়াখালীও কুমিল্লা অঞ্চল টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ইসলামী ছাত্রশিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও ভি.পি মো. রিয়াজুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ও জি.এস মো. মাজহারুল ইসলাম, জেলা সেক্রেটারি আমিনুল ইসলাম, জেলা সহ-সেক্রেটারি অধ্যক্ষ হারুনুর রশিদ, ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা ইউনুস হেলাল এবং সেক্রেটারি মো. শাখাওয়াত হোসেন প্রমুখ।