বাসস
  ৩১ জানুয়ারি ২০২৬, ১২:৫৭

রাঙ্গামাটিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি সভা

রাঙ্গামাটি,৩১ জানুয়ারি ২০২৬(বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাঙ্গামাটি ২৯৯ নং সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি সভা অনুষ্ঠিত হয়েছে।

একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোন পদ নেই এই প্রতিপাদ্যে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর জেলা কমিটির আয়োজনে আজ শনিবার সকাল ১০ টায় রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।

সুজনের জেলার  সভাপতি এ্যাড. দীননাথ তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে অনুষ্ঠিত জনগণের মুখোমুখি সভায় রাঙ্গামাটি ২৯৯ নং সংসদীয় আসনে প্রতিদ্বন্ধী ৭ জন প্রার্থীর মধ্যে ৪ জন প্রার্থী উপস্থিত ছিলেন।

এর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী - দীপেন দেওয়ান, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী জুঁই চাকমা,জাতীয় পার্টি মনোনীত  প্রার্থী অশোক তালুকদার, গণ অধিকার পরিষদ  মনোনীত প্রার্থী এম এ আবুল বাশার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে  আরো উপস্থিত ছিলেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দীলিপ কুমার সরকার, সুজন জেলা কমিটির সাধারন সম্পাদক এম জি সান বখতিয়ার, সুজন পৌর কমিটির সম্পাদক খোরশেদ আলম খোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা  বলেন, আগামী সংসদ নির্বাচনে যেই নির্বাচিত হোক না কেন, দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। বিজয়ী প্রার্থীরা সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে সমন্বয় করে পার্বত্য এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করবে।

সভা শেষে নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট প্রদানের জন্য  সুজনের পক্ষ থেকে উপস্থিত স্থানীয় ভোটারদের শপথ বাক্য পাঠ করানো হয়।