বাসস
  ৩০ জানুয়ারি ২০২৬, ১৭:৪৮

বাগেরহাটে প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা 

বাগেরহাট জেলার কচুয়া উপজেলায় আজ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ছবি: বাসস

বাগেরহাট, ৩০ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলার কচুয়া উপজেলায় আজ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকালে কচুয়ার সরকারি মহিলা ডিগ্রি কলেজে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার গোলাম মো. বাতেন।

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী হাসানের সভাপতিত্বে আয়োজিত এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার মুহাম্মদ হাছান চৌধুরী, জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আবু আনছার ও কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শফিকুল ইসলাম।

প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন সেশন পরিচালনা করেন কচুয়া উপজেলা নির্বাচন অফিসার নাজমা খানম, বাগেরহাট সদর উপজেলা নির্বাচন অফিসার রাহুল রায়, শরণখোলা উপজেলা নির্বাচন অফিসার শেখ মইন উদ্দিন, মোড়েলগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার গণেশচন্দ্র বিশ্বাস, ফকিরহাট উপজেলা নির্বাচন অফিসার আরিফুল ইসলাম, মোল্লাহাট উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ এনায়েত হোসেন, চিতলমারী উপজেলা নির্বাচন অফিসার রুমান হোসাইন, মোংলা উপজেলা নির্বাচন অফিসার শাহরিয়ার আলম প্রমুখ। 

দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় মোট ৬৫২ জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার অংশগ্রহন করেন।

এ প্রশিক্ষণ কর্মশালায় ভোটগ্রহণ পদ্ধতি, দায়িত্ব বণ্টন, আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা এবং নির্বাচন বিধিমালা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।