বাসস
  ৩০ জানুয়ারি ২০২৬, ১৪:০৯

পটুয়াখালীতে ধানের শীষ প্রতীকের পক্ষে  উঠান বৈঠক

ছবি : বাসস

পটুয়াখালী, ৩০ জানুয়ারি, ২০২৬ (বাসস): জেলার বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে মাধবপুর নিশিকান্ত মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় ধানের শীষ প্রতীকের পক্ষে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আশফাকুর রহমান বিপ্লব, বাউফল পৌর বিএনপির সহ-সভাপতি মো. শাহজাহান হাওলাদার, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, সহ-সাধারণ সম্পাদক মো. আনিচুর রহমান আনিচ, বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আব্দুল্লাহ আল ফাহাদ, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মো. শাহিন রেজা, বাউফল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শরীয়ত উল্লাহ সৈকত এবং তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. বাসেদ নিলয়।

আদাবাড়িয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলেয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে শহিদুল আলম তালুকদার বলেন, ‘আমি সংসদ সদস্য নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সবাই এলাকায় নিরাপদে বসবাস করতে পারবেন। আপনাদের জানমালের কোনো ক্ষতি হবে না, ইনশাআল্লাহ।’