বাসস
  ২৯ জানুয়ারি ২০২৬, ২০:১১

জনগণের প্রকৃত ক্ষমতা জনগণের হাতে তুলে দিতে ‘হ্যাঁ’ ভোট দিন : সাদিক কায়েম

ছবি: বাসস

সিলেট, ২৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ মানে হলো জনগণের প্রকৃত ক্ষমতা জনগণের হাতেই তুলে দেওয়া। 

গণভোটে ‘হ্যা’-এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের কৃষকের টাকা, শ্রমিকের টাকা, রিকশাচালকের টাকায় যে দেশ চলে, তাদের সন্তানকে আগামীর রাষ্ট্রনায়ক বানানোর জন্য ক্ষেত্র তৈরি করাই হলো ‘হ্যাঁ’-এর মূল উদ্দেশ্য।

আজ বৃহস্পতিবার সিলেট নগরের চৌহাট্টা এলাকায় ‘ঐক্যবদ্ধ ছাত্রসংসদ’ আয়োজিত এক গণজমায়েতে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, এই ‘হ্যাঁ’ মানে হলো বিগত ফ্যাসিবাদী আমলে যে গুম, খুন ও আয়নাঘরের সংস্কৃতি তৈরি হয়েছে, সেই খুনি হাসিনা এবং তার দোসরদের বিচারের আওতায় আনা। একই সঙ্গে ফ্যাসিবাদী কাঠামো ভেঙে নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা।

তিনি বলেন, ইতোমধ্যে দেশের ছাত্রসমাজ ও সাধারণ নাগরিকরা ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিয়েছেন। আগামী ১২ই ফেব্রুয়ারি গণভোটে প্রথম যে সিল পড়বে, সেটি হবে ‘হ্যাঁ’-এর পক্ষে।

ডাকসুর ভিপি বলেন, গণভোটে ‘না’ মানে হচ্ছে ভারতের দালালি করা, দিল্লির দালালদের পক্ষে অবস্থান নেওয়া এবং আবারো গুম-খুন ও বিচারিক হত্যাকাণ্ডের রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করা।

তিনি বলেন, গণভোটে ‘হ্যা’-কে বিজয়ী করার জন্য আমাদের সবাইকে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের প্রত্যেককে একেকজন অ্যাম্বাসেডর হতে হবে। এই সিলেটের প্রতিটি পাড়া মহল্লায় আমাদের ‘হ্যা’ ভোটের পক্ষে ক্যাম্পেইন করতে হবে। 

তিনি আরও বলেন, এই ‘হ্যা’ মানে হলো আজাদী, এই  ‘হ্যা’ মানে হলো শহীদ ওসমান হাদি হত্যার বিচার, এই ‘হ্যা’ মানে হলো বাংলাদেশে গত ৫৪ বছর যে পরিবারতন্ত্র তৈরি হয়েছে, তা ভেঙে চুরমার করে দেওয়া, এই ‘হ্যা’ মানে হলো জনগণের যে প্রকৃত ক্ষমতা’ তা জনগণের হাতে তুলে দেওয়া।

গণজমায়েতে অতিথি হিসেবে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ  অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, সিলেট-১ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাবিবুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর ভিপি মোহাম্মদ রিয়াজুল ইসলাম, ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, এজিএস ফেরদৌস আল হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়  ছাত্র সংসদ (চাকসু)-এর যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ বিন হাবিব, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর যুগ্ম সাধারণ সম্পাদক সালমান সাব্বির, জকসুর এজিএস মাসুদ রানা ও মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক মো. নুরনবী ও সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস-উন-নূর প্রমুখ।