বাসস
  ২৯ জানুয়ারি ২০২৬, ১৭:৪০
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ১৭:৪২

নলডাঙ্গার ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

ছবি : বাসস

নাটোর, ২৯ জানুয়ারি, ২০২৬ (বাসস): আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নাটোরের নলডাঙ্গা উপজেলার ৭৮৭ জন ভোটগ্রহণ কর্মকর্তার প্রশিক্ষণ শেষ হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার শহীদ নজমুল হক সরকারি কলেজে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং অফিসার আসমা শাহীন।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল এমরান খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর। গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে প্রশাসন, আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনী এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টা অত্যাবশ্যক। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে ভোটগ্রহণ কর্মকর্তাবৃন্দ তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সক্ষম হবেন বলে আশাবাদী।

জেলা নির্বাচন কর্মকর্তা জানান, দিনব্যাপী প্রশিক্ষণে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ ভোট গ্রহণের অন্যান্য উপকরণ পরিবহণ, ভোট কেন্দ্রের বিন্যাস, কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, দুইটি ব্যালটের ব্যবহার, ফলাফল প্রস্তুত ইত্যাদি বিষয়ভিত্তিক সেশন পরিচালনা করা হয়েছে।

একদিনের প্রশিক্ষণে ৫১টি ভোট কেন্দ্রের ৫৫ জন প্রিজাইডিং অফিসার, ২৪৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪৮৮ জন পোলিং অফিসার অংশগ্রহণ করেন।