বাসস
  ২৯ জানুয়ারি ২০২৬, ১৫:২৮

রাঙ্গামাটিতে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা

ছবি : বাসস

রাঙ্গামাটি, ২৯ জানুয়ারি, ২০২৬ (বাসস): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ প্রেস কাউন্সিল ও তথ্য মন্ত্রণালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

গনমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব(উপসচিব) মো. আব্দুস সবুর,অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন প্রমুখ।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকরা যাতে সহজ পদ্ধতিতে তাদের নির্বাচনী দায়িত্ব পালনের অনুমতিপত্র পান সেজন্য প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, গণমাধ্যম হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। তাই দেশ ও জনগণের কল্যাণসাধনে গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট  সাংবাদিকদের গুরুত্বপূর্ণ  ভুমিকা রয়েছে।তিনি গণমাধ্যমে অপ-সাংবাদিকতা প্রতিরোধসহ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়। কর্মশালায় জেলার প্রায় ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করে।