শিরোনাম

মুন্সীগঞ্জ, ২৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : মুন্সীগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে জেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার জেলা প্রশাসনের কালেক্টরেট মাঠে অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম (পিপিএম), সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার।
আরও উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন, জেলা তথ্য কর্মকর্তা মোসাৎ রহিমা আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. সাহাবুদ্দীন। বক্তব্য দেন জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা মাহবুবুর রহমান সালেহী, মুন্সীগঞ্জ আদর্শ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, শহর জামে মসজিদের খতিব মাওলানা আবরারুল হক হাতেমী, পঞ্চসার দারুচ্ছুন্নাহ ফাজিল মাদ্রসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর।
সম্মেলনে জেলা প্রশাসক বলেন, প্রতিটি ভোটকক্ষ সিসিটিভির আওতায় আনা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে।
জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট দিতে সকলকে উদ্বদ্ধু করতে ইমামদের আহ্বান জানান তিনি।