বাসস
  ২৮ জানুয়ারি ২০২৬, ১৪:১৫

বান্দরবানে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর  পক্ষে গণসংযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বান্দরবান ৩০০ নং আসনে ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরীর পক্ষে বিভিন্ন এলাকায় আজ লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: বাসস

বান্দরবান, ২৮ জানুয়ারি, ২০২৬, (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বান্দরবান ৩০০ নং আসনে ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরীর পক্ষে বিভিন্ন এলাকায় আজ লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে জেলার এলজিইডির সামনে থেকে এই গণসংযোগ, লিফলেট বিতরণ পথসভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা।

এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক বাবু লুসাই মং, জসিম উদ্দিন তুষার, আবিদুর রহমান, জেলা বিএনপির সদস্য নুরুল ইসলাম, সরোয়ার জামান,শাহাদাত হোসেন জনি,এ্যাড. আলমগীর চৌধুরী, চনুমং মারমা সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা বলেন, পথসভায় জাতি ধর্ম-বর্ণ  নির্বিশেষে আগামী ১২ই ফেব্রুয়ারী ধানের শীষের মার্কাকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।

এছাড়ও পথসভায় বিভিন্ন বয়সী শত শত নারী পুরুষ অংশ নেন।