শিরোনাম

বান্দরবান, ২৮ জানুয়ারি, ২০২৬, (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বান্দরবান ৩০০ নং আসনে ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরীর পক্ষে বিভিন্ন এলাকায় আজ লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলার এলজিইডির সামনে থেকে এই গণসংযোগ, লিফলেট বিতরণ পথসভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা।
এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক বাবু লুসাই মং, জসিম উদ্দিন তুষার, আবিদুর রহমান, জেলা বিএনপির সদস্য নুরুল ইসলাম, সরোয়ার জামান,শাহাদাত হোসেন জনি,এ্যাড. আলমগীর চৌধুরী, চনুমং মারমা সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।
জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা বলেন, পথসভায় জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে আগামী ১২ই ফেব্রুয়ারী ধানের শীষের মার্কাকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।
এছাড়ও পথসভায় বিভিন্ন বয়সী শত শত নারী পুরুষ অংশ নেন।