বাসস
  ২৮ জানুয়ারি ২০২৬, ১২:০৫

লালমনিরহাটে দুলু পরিবারের জোরালো নির্বাচনী প্রচারণা

লালমনিরহাট-৩ (সদর) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জোরালো প্রচার-প্রচারণা । ছবি: বাসস

বিপুল ইসলাম

লালমনিরহাট, ২৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : লালমনিরহাট-৩ (সদর) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা তুঙ্গে পৌঁছেছে। সংশ্লিষ্টদের মতে, এবারের নির্বাচনে নারী ও তরুণ ভোটারদের সক্রিয় অংশগ্রহণ ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই প্রেক্ষাপটে প্রার্থীরা এই দুই ভোটব্যাংকের প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছেন।

বৃহত্তর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিএনপির প্রার্থী, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর পরিবারও মাঠে সক্রিয়। দুলুর বড় ছেলে আহনাফ হাবিব ইনতিসার বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন এবং বাবার পক্ষে ভোট ও দোয়া কামনা করছেন। 

একই সঙ্গে নারী ভোটারদের লক্ষ্য করে সদর উপজেলার বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করছেন দুলুর স্ত্রী এবং লালমনিরহাট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লায়লা হাবিব। 

নির্বাচনী প্রচারণায় পরিবারের এই সক্রিয় অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভোটারদের প্রত্যাশা ও মনোভাবও সংবাদে উঠে এসেছে। লালমনিহাট সদরের মহেন্দ্রনগর ইউনিয়নের নারী ভোটার তাহমিনা আক্তার (৪০) বলেন, আমি চাই আমাদের এলাকার উন্নয়নের জন্য দায়িত্বশীল প্রার্থী নির্বাচিত হোক। তাই আমি সচেতনভাবে ভোট দেব। 

বড়বাড়ী ইউনিয়নের তরুণ ভোটার শামীম ইসলাম (২১) বলেন, আমরা নতুন প্রজন্ম, আমাদের ভোট ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই আমরা সক্রিয় অংশগ্রহণ করছি। 

খুনিয়াগাছ ইউনিয়নের নদীপাড়ের ভোটার আবু তালেব (৫২) বলেন, আমাদের সমস্যার সমাধান যারা করতে পারবে, আমরা তাদের পক্ষে ভোট দেব। তবে যেহেতু ধানের শীষের প্রতীক আমাদের তিস্তা নিয়ে কাজ করতে চায়, তাই তাকেও বিবেচনা করছি।

নির্বাচনী প্রচারণার বিষয়ে আহনাফ হাবিব ইনতিসার বলেন, আমি বাবার পক্ষে ভোট ও দোয়া চাইছি, যাতে এলাকার মানুষ নিরাপদ ও উন্নত ভবিষ্যতের দিকে এগোতে পারে। 

লায়লা হাবিব বলেন, নারী ভোটারদের সচেতন করা অত্যন্ত জরুরি। আমরা উঠান বৈঠক ও প্রচারপত্র বিতরণের মাধ্যমে ভোটারদের সঙ্গে সংযুক্ত হচ্ছি।

এছাড়াও প্রার্থী আসাদুল হাবিব দুলু নিজেই বলেন, আমার লক্ষ্য জনগণের কল্যাণ ও এলাকায় শান্তি প্রতিষ্ঠা করা। ভোটারদের সঙ্গে সরাসরি আলাপ-আলোচনা আমাদের প্রচারণার মূল অংশ। আমরা তাদের সমস্যার সমাধান ও এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছি।

লালমনিরহাট-৩ আসনটি সদর উপজেলার ৯টি ইউনিয়ন এবং লালমনিরহাট পৌরসভা নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭ হাজার ৯৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৪ হাজার ১৬৩ জন, নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৮০৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন। মোট ভোট কেন্দ্র রয়েছে ৯৪টি এবং ভোট কক্ষের সংখ্যা ৫৯৫টি।

এ আসনে সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুর পাশাপাশি প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন, জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের, জাতীয় পার্টির প্রার্থী মো. জাহিদ হাসান, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দীপক কুমার রায়, সিপিবি লালমনিরহাট জেলা শাখার সেক্রেটারি মধুসূদন রায় এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আমিনুল ইসলাম।

বিশ্লেষকদের মতে, তিস্তাকেন্দ্রিক রাজনীতি, কৃষক ও নদীপাড়ের মানুষের প্রত্যাশা এবং ধর্মীয় ও মধ্যবিত্ত ভোটারদের সমীকরণ এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। ভোটের দিন যত এগোচ্ছে, ততই এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে, এবং এই নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তন নয়, লালমনিরহাটের ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনাও নির্ধারণ করবে।