শিরোনাম

ঢাকা, ২৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহে এসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
আজ বিকেল ৪টার দিকে সার্কিট হাউজ মাঠে সমাবেশস্থলে পৌঁছান তারেক রহমান। সঙ্গে তার স্ত্রী ডা. জুবাইদা রহমানও রয়েছেন। মঞ্চে উঠেই হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন জানান তিনি।
সকাল থেকেই ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনাসহ বিভিন্ন এলাকা থেকে সমাবেশে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের ঢল নামে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জনস্রোত বাড়তে থাকে।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সার্কিট হাউজ মাঠ ও আশপাশের এলাকায় সকাল থেকেই নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি রয়েছে। সমাবেশ শুরুর কয়েক ঘণ্টা আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে বিএনপি ও অঙ্গ-সংগঠনের হাজার হাজার নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হয়।
নেতাকর্মীদের স্লোগান ও পদচারণায় মুখরিত হয়ে ওঠে সার্কিট হাউজ মাঠ। ময়মনসিংহে প্রবেশ করার সময় রাস্তার দু’পাশে দাঁড়িয়ে নেতাকর্মীরা তারেক রহমানকে স্বাগত জানায়। বিএনপি চেয়ারম্যানও হাত নেড়ে তাদেরকে শুভেচ্ছা জানান।
দুপুর ১টা ৫৫ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে এই সমাবেশ শুরু হয়। ময়মনসিংহ বিভাগ ও জেলার নেতারা এখানে বক্তব্য রাখেন।
নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন এবং দলীয় পতাকা নিয়ে খণ্ড খণ্ড মিছিল সহকারে সমাবেশস্থলে যোগ দেয়। বিভিন্ন ব্যানার নিয়ে, টি শার্ট পরে ক্যাপ মাথায় দিয়ে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে সমাবেশে আসে নেতাকর্মীরা। তারা বিভিন্ন স্লোগানে সমাবেশ প্রাঙ্গণ মুখরিত করে তোলে। অন্যদিকে সার্কিট হাউজ মাঠ এবং এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আয়োজিত সমাবেশে অংশগ্রহণ শেষে বিএনপি চেয়ারম্যান গাজীপুরের রাজবাড়ী মাঠে এবং উত্তরায় আজমপুর ঈদগাঁও মাঠে সমাবেশে যোগ দেবেন। এরপর রাজধানীর গুলশানে বাসভবনে ফিরবেন তিনি।
গত ২২ জানুয়ারি তারেক রহমান সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু করেন নির্বাচনী প্রচারণা। ওই দিন সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জে ৭টি সমাবেশে বক্তব্য রাখেন তিনি।
পরে ২৫ জানুয়ারি তারেক রহমান নির্বাচনী প্রচারণায় নামেন। এদিন চট্টগ্রাম, ফেনী, সোয়াগাজীর ডিগবাজি খেলার মাঠ, দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এবং নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে সমাবেশে বক্তব্য রাখেন তিনি।