বাসস
  ২৭ জানুয়ারি ২০২৬, ১৬:০৭

দেশের কোনো নাগরিক এবার ভোট না দিয়ে ফিরে যাবে না : আসিফ মাহমুদ

মঙ্গলবার নোয়াখালীর সেনবাগে এনসিপির নির্বাচনী পদযাত্রায় বক্তব্য দেন আসিফ মাহমুদ। ছবি : বাসস

নোয়াখালী, ২৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বাংলাদেশের মানুষ তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি। এবার কোনো নাগরিককে তার ভোটধিকার প্রয়োগে বাধা দেওয়া হলে আমরা প্রতিরোধ গড়ে তুলবো। দেশের কোনো নাগরিক এবার ভোট না দিয়ে কেন্দ্র থেকে ফিরে যাবে না।

আজ মঙ্গলবার দুপুরে নোয়াখালীর সেনবাগের সেবারহাটে এনসিপির নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয়তাবাদের নামে ঋণ খেলাপি ও বিদেশি নাগরিকদের লাল কার্ড দেখানো হবে। আমরা দেখেছি জাতীয়তাবাদের রাজনীতি করা দলের প্রার্থীদের একটা বড় অংশ বিদেশী নাগরিক। তাদের মুখে জাতীয়তাবাদের কথা মানায় না।  

আসিফ মাহমুদ বিএনপিকে ইঙ্গিত করে বলেন, তারা কৃষক এবং শ্রমিকদের পেনশন চালু করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু পাঁচ বছর ক্ষমতায় থেকে প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি। সুতারাং এখন কৃষক কার্ড, ফ্যামেলি কার্ডসহ যত কার্ডের কথাই বলুক না কেন, আপনারা কথা রাখতে পাবেন না।  

তিনি আরও বলেন, আমরা একটি দলকে বার বার বলতে শুনি সংস্কারের কথা। তারা বিভিন্ন জায়গায় সমাবেশ করছে, মানুষের কাছে ভোট চাচ্ছে। কিন্তু একটা বারেও তাদের দলীয় প্রধানকে সংস্কারের কিংবা গণভোটের কথা মুখেও আনতে দেখিনি।  

এ সময় নোয়াখালী-২ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এনসিপি নেতা সুলতান জাকারিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।