শিরোনাম

নেত্রকোনা, ২৬ জানুয়ারি ২০২৬ (বাসস): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলার দুর্গাপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ঢাকার আয়োজনে গতকাল রোববার দুর্গাপুর পৌরশহরের দ্বীনি আলীম মাদরাসা মিলনায়তনে এ প্রশিক্ষণ শুরু হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আফরোজা আফসানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মো. তোফায়েল হোসেন ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।”
তিনি জানান, নির্বাচনের দিন দুর্গাপুর উপজেলায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় চার প্লাটুন বিজিবি, অতিরিক্ত পুলিশ, গ্রাম পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে।
প্রশিক্ষণ কর্মশালায় দুর্গাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আল ইমরানুল আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হাসান আজাদ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।
উপজেলার মোট ৬১টি ভোটকেন্দ্রের জন্য দায়িত্বপ্রাপ্ত ৬৫ জন প্রিজাইডিং অফিসার, ৪০৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং প্রায় ৯০০ জন পোলিং অফিসার এই কর্মশালায় অংশ নিচ্ছেন। দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে কর্মকর্তাদের নির্বাচনী আইন, বিধি-বিধান এবং ভোটগ্রহণের কারিগরি দিকগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হচ্ছে।