শিরোনাম

ঢাকা, ২৪ জানুয়ারি, ২০২৬(বাসস) : জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম আজ বলেছেন, ভোটাররা এখন আরও সচেতন হয়ে উঠেছে, বাস্তবায়নের কোনো সুস্পষ্ট রূপরেখা নেই, জনগণ এ ধরণের রাজনৈতিক প্রতিশ্রুতিতে বিশ্বাস করে না।
যারা আমাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে তারা বিভিন্ন মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। বাস্তবে, তাদের তা বাস্তবায়নের জন্য কোনও স্পষ্ট রোডম্যাপ নেই।
আজ সকালে রাজধানীর শাহজাদপুর এলাকায় প্রচারণাকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ বলেন, মানুষ এই ধরনের প্রতিশ্রুতির ব্যাপারে ক্রমশ সন্দেহ প্রকাশ করছে, কারণ তারা অতীতে একই রকম প্রতিশ্রুতি শুনেছেন, যা কখনও পূরণ হয়নি।
আসন্ন নির্বাচন এবং একই সাথে গণভোটের কথা উল্লেখ করে নাহিদ ভোটকে দেশের গতিপথ পরিবর্তনের একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে বর্ণনা করেছেন। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, তার নিজের নির্বাচনী এলাকাসহ বেশ কয়েকটি এলাকায় অবাধ ভোটদানকে নিরুৎসাহিত করার জন্য ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে।
তিনি পুনর্ব্যক্ত করেন যে, ১০-দলীয় জোট ‘হ্যাঁ’-এর পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে।
তিনি ভাটারা, রামপুরা এবং সমগ্র ঢাকা-১১ আসনের ভোটারদের ন্যায়বিচার, সংস্কার এবং ন্যায্যতার পক্ষে ভোট হিসেবে ১০ দলীয় জোটের প্রতীক ‘শাপলা কলি’ প্রতীককে সমর্থন করার আহ্বান জানান।