শিরোনাম

আবদুল আজিজ
মাগুরা, ২৪ জানুয়ারি ২০২৬ (বাসস): আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ ও নিরপেক্ষ করতে মাগুরায় নির্বাচন কমিশন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এ উপলক্ষে মাগুরা-১ ও ২ আসনের জন্য নিবন্ধিত পোস্টাল ও ব্যালট সংরক্ষণে যথাযথ প্রক্রিয়ায় ব্যালট বাক্সের কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়। নির্বাচন প্রশাসন সূত্র আজ এ তথ্য নিশ্চিত করেছে।
আজ দুপুর ১২টায় মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের ৩০৩ নং কক্ষে মাগুরা ১ ও ৩০৪ নং কক্ষে মাগুরা ২ আসনের প্রার্থীদের মনোনীত প্রতিনিধিদের সামনে কঠোর নিরাপত্তা ও স্বচ্ছতার মাধ্যমে মোট ২৪টি পোস্টাল ও ব্যালট বাক্স প্রস্তুত ও লক করা হয়েছে। প্রতি আসনে ১৩টি করে বক্স নির্ধারিত আছে। প্রতিটি ব্যালট বাক্সে সর্বোচ্চ ৪০০টি করে পোস্টাল ভোট সংরক্ষণ করা হবে।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, প্রতিটি ব্যালট বাক্সে আলাদা নম্বর প্রদান করা হয়েছে এবং ৪টি করে লক ব্যবহার করে বাক্সগুলো বন্ধ করা হয়েছে। এর মধ্যে চারটি লক জেলা প্রশাসক, দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, ম্যাজিস্ট্রেট ও প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে লক করা হয়। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ৪টায় সংশ্লিষ্ট প্রার্থীদের পোলিং এজেন্টদের সামনে এগুলো আনলক করা হবে।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আব্দুল্লাহ আল মাহমুদ জানান, পোস্টাল ব্যালট একটি সংবেদনশীল নির্বাচন প্রক্রিয়ার অংশ হওয়ায় এতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তিনি বলেন, প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে ব্যালট বাক্স লক করা হয়েছে এবং প্রতিটি ধাপে প্রয়োজনীয় নথি সংরক্ষণ করা হয়েছে। যাতে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় থাকে।
জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহমেদ বলেন, মাগুর-১ ও মাগুরা-২ আসনের জন্য নিবন্ধিত সব
পোস্টাল ব্যালট নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সংরক্ষণ করা হচ্ছে। তিনি জানান, ব্যালট বাক্স লক করার সময় প্রার্থীদের নির্বাচনি এজেন্ট বা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। যাতে কোনো ধরনের সন্দেহ বা বিভ্রান্তির সুযোগ না থাকে। কোনো ব্যালট বাক্সের অতিরিক্ত কোনো লক নেই।
পোস্টাল ব্যালট ব্যবস্থায় দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার মো. জাহিদুল ইসলাম জানান, প্রতিটি ব্যালট বাক্স নির্ধারিত নিয়ম অনুসরণ করে লক ও সিল করা হয়েছে এবং পুরো কার্যক্রম প্রার্থীদের প্রতিনিধিদের সামনে সম্পন্ন করা হয়েছে। এখানে অনিয়মের কোনো সুযোগ নেই।
মাগুরা-২ আসনের জামায়াতে ইসলামী প্রার্থীর প্রতিনিধি সাজ্জাদুর রহমান বলেন, ‘আমরা এই প্রক্রিয়ার স্বচ্ছতা এবং নিরাপত্তার প্রতি সম্পূর্ণ সন্তুষ্ট। প্রার্থীদের প্রতিনিধিরা উপস্থিত থেকে লক ও সিল প্রক্রিয়া তদারকি করেছেন, যা আমাদের বিশ্বাস আরও শক্তিশালী করেছে।’
মাগুরা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর প্রতিনিধি অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী বলেন, ‘এই কার্যক্রম অত্যন্ত সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। তবে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যদি কোনো ব্যালট বাক্সের দুই সেট করে লক থাকে তাহলে অনিয়ম করা সম্ভব।’
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এই নিরাপত্তা ব্যবস্থার ফলে মাগুরা-১ ও মাগুরা-২ আসনে পোস্টাল ব্যালট সংক্রান্ত কোনো অনিয়মের সুযোগ নেই।