বাসস
  ২৩ জানুয়ারি ২০২৬, ১৮:১২

দলমত-নির্বিশেষে সবাইকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কাজ করতে হবে : স্থানীয় সরকার উপদেষ্টা

ছবি : বাসস

ঢাকা, ২৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ায়, সরকার জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট জরুরি। সে কারণেই সরকার গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রত্যাশা করছে। তাই দলমত-নির্বিশেষে এবং প্রশাসনের সবাইকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কাজ করতে হবে।

আজ রংপুরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা।

আদিলুর রহমান খান আরও বলেন, ‘গণভোটের বিপক্ষে একমাত্র তারাই দাঁড়াতে পারে, যারা পরাজিত শক্তি এবং ফ্যাসিবাদের সহযোগী। যারা ফ্যাসিবাদের সহযোগী ও গণমানুষের প্রতিপক্ষ, তারাই ভিন্ন চিন্তা করতে পারে। ফ্যাসিবাদকে কখনো ফিরে আসতে দেওয়া যাবে না। তাই গণভোটে ‘হ্যাঁ’ এর বিকল্প নেই।’

এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. শওকত রশিদ চৌধুরীসহ স্থানীয় প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

একই দিন বিকেলে তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলায় শহিদ মো. আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং শহিদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এর আগে শিল্প ও স্থানীয় সরকার উপদেষ্টা রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভোটের প্রচার উপলক্ষ্যে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।

রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. শওকত রশিদ চৌধুরী, রংপুর পুলিশ কমিশনার মো. মজিদ আলী, পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।