বাসস
  ২২ জানুয়ারি ২০২৬, ১২:১৬

তারেক রহমানের নরসিংদী আগমন উপলক্ষে মতবিনিময় সভা 

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নরসিংদীতে আগমন উপলক্ষে জেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত । ছবি : বাসস

নরসিংদী, ২২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন সংসদ নির্বাচনের প্রচারণায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নরসিংদীতে আগমন উপলক্ষে জেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত দলীয় কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী-১ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন।

সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের প্রার্থী মনজুর এলাহী। এছাড়া বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় নেতৃবৃন্দ তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নরসিংদীতে গৃহীত প্রস্তুতি, কর্মসূচি ও সাংগঠনিক বিষয়াদি সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করেন।

এ সময় তারা বলেন, তারেক রহমানের আগমন নরসিংদীর বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। আমাদের পক্ষ থেকে তারেক রহমানকে বরণ করতে নিরাপত্তা জোরদারসহ সম্ভাব্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সভায় উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন উত্থাপন করলে নেতৃবৃন্দ তাৎক্ষণিকভাবে উত্তর দেন এবং গণমাধ্যমের সঙ্গে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় নরসিংদীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।