শিরোনাম

বগুড়া, ২২ জানুয়ারি ২০২৬ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের ধানের শীষের নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে জেলায় মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২১জানুয়ারি) বিকেলে পৌর এলাকার ১নং ওয়ার্ড বিএনপি এ মতবিনিময় সভা আয়োজন করে।
১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ময়নুল ইসলাম উজ্জ্বলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম। ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সভা সঞ্চালনা করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, শহর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান শামিম, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি সাবেক কাউন্সিলর শাহ্ মো. মেহেদী হাসান হিমু, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি শাহাজাদী আঞ্জুমান আরা লাইলী, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রাজেদুর রহমান রাজু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শোয়েব ইসলাম অভি। উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, সৈয়দ আব্দুল গফুর দারা, খায়রুজ্জামান জিয়া, আতিক মল্লিকসহ ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।