শিরোনাম

ফরিদপুর, ২১ জানুয়ারি, ২০২৬ (বাসস): তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের পরিবর্তন চাইলে গণভোটে ‘হ্যাঁ’ বলুন।
তিনি বলেন, যেসব বিষয় গণভোটে অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলোতে না বলার কোন কারণ দেখি না। ভোট আপনার অধিকার, এই অধিকার প্রয়োগ করুন।
আজ ফরিদপুর পৌরসভার ভাজনডাঙ্গার মুরাদ সিকদারের বাড়ির উঠানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটার উদ্বুদ্ধকরণের জন্য আয়োজিত উঠান বৈঠকে উপদেষ্টা এসব কথা বলেন। এসময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা উঠান বৈঠকে উপস্থিত ভোটারদের উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে বলেন, ১২ ফেব্রুয়ারি দুইটা ভোট দিতে হবে। এর মধ্যে আপনারা একটাতে আপনার এলাকার যোগ্য সংসদ সদস্য নির্বাচন করবেন। মনে রাখবেন, ভোট শুধু অধিকার নয়, ভোট মানে দায়িত্বও। আর এবারের গণভোট মানে দেশের পদ্ধতি বদলের সুযোগ। পদ্ধতি বদলাতে হবে যাতে যে কেউ ক্ষমতায় আসুক, সে যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে। এমন নেতা নির্বাচন করতে হবে, ভোটে জেতার পর সে যাতে আপনাকে ভুলে না যায়।
উপদেষ্টা গণভোটের প্রস্তাবের বিষয়গুলো উপস্থিত এলাকাবাসীকে বুঝিয়ে বলেন, ক্ষমতার ভারসাম্য রক্ষা, জনগণের ক্ষমতা বাড়ানো, সংসদে নারীর নেতৃত্ব বৃদ্ধি, যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়া এবং চাটুকারিতা কমাতে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।
তিনি আরো বলেন, আমরা আগেও স্বৈরাচার হটিয়েছিলাম কিন্তু কাজ হয়নি, গণতন্ত্র মুক্তি পায়নি। কারণ পদ্ধতি না বদলালে ব্যক্তি বদলে লাভ নেই। তাই পরিবর্তনের পক্ষে হ্যাঁ বলুন। পরে উপদেষ্টা প্রাণবন্ত পরিবেশে নির্বাচন ও গণভোট বিষয়ে উপস্থিত এলাকাবাসীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
লামিয়া মোরশেদ বলেন, গণভোটে ‘হ্যাঁ’ বলতে হবে। না হলে রাষ্ট্রের প্রয়োজনীয় পরিবর্তন এবং সংস্কার আসবে না। এসময় তিনি ভোটের দিন সবাইকে ভোট দিতে যাওয়ার আহ্বান জানান।
মাহবুবা ফারজানা বলেন, এবারের গণভোটের বিষয়গুলো আপনাদের জানানোর জন্য আমরা এসেছি; যাতে কোন অস্পষ্টতা না থাকে। কীভাবে ভোট দিবেন সেটাও বোঝানো হচ্ছে। আমরা প্রত্যন্ত অঞ্চলে প্রচারণা চালাচ্ছি। ভোটের দিন আপনারা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যাবেন।
ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব রিয়াসাত আল ওয়াসিফ, যুগ্মসচিব মাহফুজা আখতার, উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়া, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক ডালিয়া ইয়াসমিনসহ উঠান বৈঠকে তথ্য ও সম্প্রচার
মন্ত্রণালয়, জেলা প্রশাসন এবং জেলা তথ্য অফিস ফরিদপুরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।