শিরোনাম

পটুয়াখালী, ২১ জানুয়ারি ২০২৬ (বাসস): আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালীর ৪টি সংসদীয় আসনে ১৯জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের সম্মেলন কক্ষে জেলার চারটি আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা ড. মো. শহিদ হোসেন চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আবু ইউসুফ, জেলা নির্বাচন কর্মকর্তা ওহীদুজ্জামান মুন্সিসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে প্রতীক বরাদ্দ প্রাপ্তরা হলেন, বিএনপি জোটের প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী (ধানের শীষ), জামায়াত সমর্থিত ১০ দলীয় জোটের প্রার্থী মোহাম্মদ আব্দুর ওহাব (ঈগল), ইসলামী আন্দোলনের প্রার্থী মো. ফিরোজ আলম (হাতপাখা), জাসদ প্রার্থী গৌতম চন্দ্র শীল (মোটরগাড়ি), জাতীয় পার্টির প্রার্থী আ. মান্নান (লাঙ্গল) এবং গণঅধিকার পরিষদের প্রার্থী মো. শহিদুল ইসলাম ফাহিম (ট্রাক)।
পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপি জোটের প্রার্থী সহিদুল আলম তালুকদার (ধানের শীষ), জামায়াত সমর্থিত ১০ দলীয় জোটের প্রার্থী মো. শফিকুল ইসলাম (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের প্রার্থী মালেক হোসেন (হাতপাখা), আমার বাংলাদেশ পার্টির প্রার্থী মো. রুহুল আমিন (ঈগল) এবং গণঅধিকার পরিষদের প্রার্থী মো. হাবিবুর রহমান (ট্রাক) প্রতীক পেয়েছেন।
পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুর (ট্রাক), জামায়াত সমর্থিত ১০ দলীয় জোটের প্রার্থী মুহাম্মদ শাহ আলম (দাঁড়িপাল্লা), স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন (ঘোড়া) এবং ইসলামী আন্দোলনের প্রার্থী আবু বকর সিদ্দিক (হাতপাখা) প্রতীক পেয়েছেন।
পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙাবালী) আসনে বিএনপি জোটের প্রার্থী এবিএম মোশাররফ হোসেন (ধানের শীষ), জামায়াত সমর্থিত ১০ দলীয় জোটের প্রার্থী ডা. জহির উদ্দিন আহমেদ (দেয়াল ঘড়ি), ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তাফিজুর রহমান (হাতপাখা) এবং গণঅধিকার পরিষদের প্রার্থী মো. রবিউল হাসান (ট্রাক) প্রতীক পেয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা ড. মো. শহিদ হোসেন চৌধুরী জানান, প্রচারণার ক্ষেত্র যাতে কোথাও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।