শিরোনাম

নেত্রকোণা, ২১ জানুয়ারি, ২০২৬ (বাসস): আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণার পাঁচটি সংসদীয় আসনে ২৫ জন প্রার্থীকে আজ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমান।
জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট প্রার্থীর সংখ্যা ২৫ জন। এরমধ্যে ২৪ জন প্রার্থী বিভিন্ন রাজনৈতিক দলের এবং একজন স্বতন্ত্র প্রার্থী।
নেত্রকোণা- ১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয় পার্টির মো. আনোয়ার হোসেন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল মান্নান (সোহাগ), বাংলাদেশ খেলাফত মজলিসের গোলাম রব্বানী, কমিউনিস্ট পার্টির মো. আলকাছ উদ্দিন মীর ও জাতীয় সমাজতান্ত্রিক দলের মো. বেলাল হোসেন তাদের দলীয় প্রতীক বরাদ্দ পেয়েছেন।
নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, জাতীয় পার্টির এবিএম রফিকুল হক তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল কাইয়ূম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফাহিম রহমান খান পাঠান ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুর রহিম তাদের দলীয় প্রতীক বরাদ্দ পেয়েছেন।
নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম হিলালী, জামায়াতে ইসলামীর মো. খায়রুল কবীর নিয়োগী, জাতীয় পার্টির মো. আবুল হোসেন তালুকদার, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. শামছুদ্দোহা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জাকির হোসেন তাদের দলীয় প্রতীক বরাদ্দ পেয়েছেন এবং একমাত্র স্বতন্ত্র প্রার্থী মো. দেলোয়ার হোসেন ভুঞা ঘোড়া প্রতীক বরাদ্দ পেয়েছেন।
নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ি) আসনে বিএনপি প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. লুৎফুজ্জামান বাবর, জামায়াতে ইসলামীর মো. আল হেলাল তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুখলেছুর রহমান, কমিউনিস্ট পার্টির জলি তালুকদার ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার তাদের দলীয় প্রতীক বরাদ্দ পেয়েছেন।
নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনে বিএনপির মো. আবু তাহের তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নুরুল ইসলাম ও জামায়াতে ইসলামীর প্রার্থী মাছুম মোস্তফা তাদের দলীয় প্রতীক বরাদ্দ পেয়েছেন।
প্রতীক বরাদ্দ শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন,"আচরণবিধি মেনে সবাইকে নির্বাচনী প্রচারণা করতে হবে। প্রত্যেক প্রার্থী পরস্পরকে সম্মান ও সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রেখে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে হবে, গেজেট না হওয়া পর্যন্ত আমাদের সবাইকে একটি টিম হয়ে কাজ করতে হবে "
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, স্থানীয় সরকারের উপপরিচালক মো. আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন।