শিরোনাম

সিলেট, ২১ জানুয়ারি, ২০২৬ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ছয়টি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
আজ বুধবার সকাল ১১টায় সিলেটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সারওয়ার আলম। এখন থেকে প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা করতে পারবেন।
সিলেট-১ আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির ধানের শীষ, জামায়াতের মাওলানা হাবিবুর রহমান দাঁড়িপাল্লা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আনোয়ার হোসেন কাস্তে, বাসদের প্রণব জ্যোতি পাল মই, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের শামীম মিয়া আপেল, গণঅধিকার পরিষদের আকমল হোসেন ট্রাক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান হাতপাখা এবং বাসদ (মার্কসবাদী) সঞ্জয় কান্তি দাস কাঁচি প্রতীক বরাদ্দ পেয়েছেন।
সিলেট-২ আসনে বিএনপির তাহসিনা রুশদী লুনা ধানের শীষ, গণফোরামের মুজিবুল হক উদীয়মান সূর্য, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির উদ্দিন হাতপাখা, খেলাফত মজলিসের মোহাম্মদ মুনতাসির আলী দেওয়াল ঘড়ি এবং জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী লাঙ্গল প্রতীক বরাদ্দ পেয়েছেন।
সিলেট-৩ আসনে বিএনপির আব্দুল মালিক ধানের শীষ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আনওয়ারুল হক হাতপাখা, জাতীয় পার্টির আতিকুর রহমান লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা ফুটবল, খেলাফত মজলিসের মুসলেহ উদ্দিন রাজু রিকশা এবং স্বতন্ত্র প্রার্থী মাইনুল বাকর কম্পিউটার প্রতীক পেয়েছেন।
সিলেট-৪ আসনে বিএনপির আরিফুল হক চৌধুরী ধানের শীষ, জামায়াতের জয়নাল আবেদীন দাঁড়িপাল্লা, জাতীয় পার্টির মুজিবুর রহমান লাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা সাঈদ আহমদ হাতপাখা এবং গণঅধিকার পরিষদের জহিরুল ইসলাম ট্রাক প্রতীক পেয়েছেন।
সিলেট-৫ আসনে বিএনপি জোটের জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী উবায়দুল্লাহ ফারুক খেজুর গাছ, স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদ (চাকসু মামুন) ফুটবল, খেলাফত মজলিসের মোহাম্মদ আবুল হাসান দেওয়াল ঘড়ি এবং বাংলাদেশ মুসলিম লীগের বিলাল হোসেন হারিকেন প্রতীক বরাদ্দ পেয়েছেন।
সিলেট-৬ আসনে বিএনপির এমরান আহমদ চৌধুরী ধানের শীষ, গণঅধিকার পরিষদের জাহিদুর রহমান (ট্রাক), জাতীয় পার্টির মোহাম্মদ আব্দুন নূর লাঙ্গল এবং জামায়াতের সেলিম উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন।