বাসস
  ২১ জানুয়ারি ২০২৬, ১৫:২৮

বরিশালে ৬টি সংসদীয় আসনের ৩৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বরিশালের ৬টি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। ছবি: বাসস

বরিশাল, ২১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ‎উৎসবমুখর পরিবেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বরিশালের ৬টি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

‎আজ বুধবার দুপুর সাড়ে ১২ টায় বরিশালের জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।

এসময় প্রার্থী ও তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন। প্রতীক পাওয়ার পর প্রার্থী ও তাদের সমর্থকরা উচ্ছাস প্রকাশ করেন। তারা যে যার আসন থেকে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

আগামীকাল আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচার প্রচারণায় নামবেন প্রার্থীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বরিশালের ৬টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বীতা করবেন বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, বাসদ ও সতন্ত্রসহ বিভিন্ন দলের ৩৬ জন প্রার্থী।

নির্বাচনী পরিবেশ সুন্দর রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমন। ‎এর আগে নির্বাচনী আচরণবিধি নিয়ে প্রার্থী ও সমর্থকদের সাথে আলোচনা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।