বাসস
  ২১ জানুয়ারি ২০২৬, ১৪:৪৮

বান্দরবানে প্রার্থীদের প্রতীক বরাদ্দ ও মতবিনিময় সভা

বান্দরবান, ২১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩০০ নং বান্দরবান সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ এবং নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের  আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শামীম আরা রিনি। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল হক, এস এম হাসান, মো. আবু তালেব, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের সমর্থকরা।

মতবিনিময় সভা শেষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ প্রদান করা হয়। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রার্থী সাচিং প্রু জেরীকে ‘ধানের শীষ’ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মো. আবুল কালাম আজাদকে ‘হাতপাখা’ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর প্রার্থী আবু সাঈদ মো. সুজাউদ্দীনকে ‘শাপলা কলি’ জাতীয় পার্টির প্রার্থী আবু জাফর মোহাম্মদ ওয়ালী উল্লাহর পক্ষে তার প্রতিনিধির হাতে ‘লাঙ্গল’ প্রতীক দেয়া হয়।

সভায় জেলা প্রশাসক নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সকল প্রার্থী ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।