শিরোনাম

রাঙ্গামাটি, ২১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাঙ্গামাটি-২৯৯ আসনে ৭ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
আজ বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমা আশরাফী।
এ সময় বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানকে ধানের শীষ প্রতীক, ১১ দলীয় জোটের বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদ আবু বকর ছিদ্দিককে রিকশা, স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাকে ফুটবল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুঁই চাকমাকে কোদাল, জাতীয় পার্টির অশোক তালুকদারকে লাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জসিম উদ্দিনকে হাতপাখা ও গণঅধিকার পরিষদের মো. আবুল বাশার বাদশাকে ট্রাক প্রতীক দেওয়া হয়।
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে নির্বাচনে অংশ নেয়া প্রার্থী ও সমর্থকরা উপস্থিত থাকলেও গণঅধিকার পরিষদের প্রার্থী ও সমর্থক কেউ ছিলেন না।
প্রতীক বরাদ্দের আগে রিটানিং কর্মকর্তা নাজমা আশরাফী প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থদের উদ্দেশ্যে নির্বাচনী আচরণ বিধি নিয়ে বিস্তারিত তুলে ধনে এবং তা অনুসরণ করার জন্য প্রার্থীদের প্রতি আহবান জানান।
এ সময় জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।