বাসস
  ২১ জানুয়ারি ২০২৬, ১৩:১৬
আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ১৩:১৯

দিনাজপুরে ৬ টি সংসদীয় আসনে ৩৭ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ

/রোস্তম আলী মন্ডল/

দিনাজপুর, ২১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় ৬'টি সংসদীয় আসনে জাতীয় সংসদ নির্বাচনে ৪২ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়ন পত্র প্রত্যাহার করায়, ৩৭ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা  হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিলহাজ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,জেলার ৬'টি সংসদীয় আসনে ৪২ জনকে যাচাই-বাছাই করে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়েছিল। গতকাল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ৫ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। জেলার ৩৭ জন প্রার্থীর চুড়ান্ত তালিকা গতকাল সন্ধা সাড়ে ৬ টায় প্রকাশ করা হয়।

মনোনয়নপত্র দাখিলকৃত প্রার্থীদের মধ্য, দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল)এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৬ জন প্রার্থী। তাদের মধ্যে কেউ মনোনয়ন পত্র প্রত্যাহার করেননি। বৈধ ৬ জন প্রার্থী হলেন, বিএনপি’র প্রার্থী আলহাজ্ব মনজুরুল ইসলাম, জামায়াতে ইসলামীর মো. মতিউর রহমান, জাতীয় পার্টির শাহীনুর ইসলাম, বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী এ্যাড. মো. চাঁন মিয়া ও জাকের পার্টির প্রার্থী রঘুনাথ চন্দ্র রায়, এবং গণ অধিকার পরিষদের মো. রিজুওয়ানুল ইসলাম।

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ)এই আসনে ৯ জন প্রার্থী প্রত্যেকে বৈধ ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে জাতীয় পার্টি-জেপির প্রার্থী এ্যাড. সুদীপ চন্দ্র শীল তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে। বৈধ প্রার্থী রয়েছে,৮ জন, প্রার্থীরা হলেন, বিএনপির প্রার্থী মো. সাদিক রিয়াজ পিনাক চৌধুরী, জামায়াতে ইসলামীর একেএম আফজালুল আনাম, জাতীয় পার্টির মো. জুলফিকার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহাম্মাদ রেদওয়ানুল কারীম রাবিদ, বাংলাদেশ মুসলীম লীগের মো মোকারম হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের জোবায়ের সাঈদ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আ.ন.ম বজলুর রশিদ এবং স্বতন্ত্র প্রার্থী আনোয়ার চৌধুরী জীবন।

দিনাজপুর-৩ (সদর) এই আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৮ জন প্রার্থী। এদের মধ্যে একজন প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিস, রেজাউল করিম তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। বৈধ ৭ জন প্রার্থীর চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। বৈধ ৭ জন প্রার্থীরা হলেন, বিএনপি'র সৈয়দ জাহাঙ্গীর আলম, জামায়াতে ইসলামীর মো.  মাঈনুল আলম, জাতীয় পার্টির আহম্মেদ শফি রুবেল, জনতার দলের মো.রবিউল ইসলাম, ইসলামী আন্দোলনের মো. খাইরুজ্জামান, বাসদের মো. কিবরিয়া হোসেন, ও বাংলাদেশ মুসলীম লীগের লায়লাতুল রিমা।

দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) এই আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৪ জন প্রার্থী। এই ৪ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীরা হচ্ছেন-বিএনপি’র প্রার্থী মো. আক্তারুজ্জামান মিয়া, জামায়াত ইসলামের মো. আফতাবউদ্দীন মোল্লা, জাতীয় পার্টির মো. নুরুল আমিন শাহ ও ইসলামী আন্দোলনের মো. আনোয়ার হোসাইন।

দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) এই আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৯ জন প্রার্থী। এদের মধ্যে দুজন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। বাংলাদেশ নাগরিক পার্টি-এনসিপি'র সঙ্গে জামায়াতে ইসলামীর জোট গঠন করায় এই আসনের জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী মো. আনোয়ার হোসেন ও বাংলাদেশ খেলাফতে মজলিস মনোনীত প্রার্থী কাজী মো. আব্দুল কাদের চৌধুরী তাদের মনোনয়নপত্র প্রত্যার করে নিয়েছেন।

এই আসনে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র চুড়ান্ত তালিকা ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীরা হলেন,বিএনপির একেএম কামরুজ্জামান, এনসিপি’র ডা. আব্দুল আহাদ, জাতীয় পার্টির,মো. নুরুল আমিন শাহ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি বিদ্রোহী ২ নেতা। এরা হলেন-পার্বতীপুর উপজেলা বিএনপি সভাপতি এজেডএম রেজওয়ানুল হক ও বিএনপি নেতা জাকারিয়া বাচ্চু। এছাড়াও মনোনয়নপত্র দাখিল করেছেন স্বতন্ত্র প্রার্থী মো. হযরত আলী বেলাল ও মো. রুস্তম আলী।

দিনাজপুর-৬ (বিরামপুর-হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট) এই আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন মোট  ৬ জন প্রার্থী। এদের মধ্যে এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার আব্দুল হক সানি তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। এই আসনে ৫ জন বৈধ প্রার্থীরা হলেন, বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, জামায়াতে ইসলামীর মো. আনোয়ারুল ইসলাম, জাতীয় পার্টির মো. রেজাউল হক, ইসলামী আন্দোলনের মো. নুর আলম সিদ্দিক, এবং বাসদের মো. আব্দুল হাকিম।