বাসস
  ২২ জানুয়ারি ২০২৬, ১৯:৫০

মুসাব্বির হত্যা মামলায় বিল্লাল কারাগারে

ঢাকা, ২২ জানুয়ারি, ২০২৬ (বাসস): ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামি বিল্লালকে (২৯) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ বৃহস্পতিবার দ্বিতীয় দফা দশ দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ পিয়াস তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তেজগাঁও থানার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আরিফুর রহমান বাসসকে এ তথ্য জানিয়েছেন। 

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এর আগে গত ১২ জানুয়ারি বিল্লালকে (২৯) জিজ্ঞাসাবাদ করার জন্য সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৯ জানুয়ারি দ্বিতীয় দফায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাত হোসাইন মোহাম্মদ জুনায়েদ।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রাজধানীর তেজতুরী বাজারের স্টার কাবাবের পেছনের গলিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির (৪৫)। এ ঘটনায় তার স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ৪/৫ জন আসামির বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।